আপনার কি ঘুম থেকে উঠে প্রায় মাথা ধরে? একে অবহেলা করবেন না, পরামর্শ নিন চিকিৎসকের
অনেকেই ঘুম থেকে ওঠার পর প্রায়সই মাথা যন্ত্রনা অনুভব করেন, সঙ্গে গা গুলানো ও বমি বমি ভাবেরও উপসর্গ দেখা যায় । বিশেষজ্ঞদের মতে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে; ঘুমোতে যাওয়ার আগেই মদ্যপান করে থাকলে অর্থাৎ হ্যাংওভার; অজ্ঞান হয়ে যাওয়া বা স্নায়ুর কোনো সমস্যা থাকলে এধরনের ব্যথা অনুভূত হয় । তবে এরকম উপসর্গ বারংবার লক্ষ্য করলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- চিকিৎসা