স্বাস্থ্য

আপনার কি ঘুম থেকে উঠে প্রায় মাথা ধরে? একে অবহেলা করবেন না, পরামর্শ নিন চিকিৎসকের

আপনার কি ঘুম থেকে উঠে প্রায় মাথা ধরে? একে অবহেলা করবেন না, পরামর্শ নিন চিকিৎসকের
Key Highlights

অনেকেই ঘুম থেকে ওঠার পর প্রায়সই মাথা যন্ত্রনা অনুভব করেন, সঙ্গে গা গুলানো ও বমি বমি ভাবেরও উপসর্গ দেখা যায় । বিশেষজ্ঞদের মতে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে; ঘুমোতে যাওয়ার আগেই মদ্যপান করে থাকলে অর্থাৎ হ্যাংওভার; অজ্ঞান হয়ে যাওয়া বা স্নায়ুর কোনো সমস্যা থাকলে এধরনের ব্যথা অনুভূত হয় । তবে এরকম উপসর্গ বারংবার লক্ষ্য করলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ।