ইন্টিমেট ওয়াশ কি? কেন ব্যবহার করা জরুরি ! আসুন জেনে নেওয়া যাক ...

Tuesday, November 24 2020, 10:33 am
highlightKey Highlights

গোপনাঙ্গ অর্থাৎ ভ্যাজাইনা পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে ইন্টিমেট ওয়াশ ব্যৱহৃত করা হয়। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মতন যোনির PH লেভেল স্বাভাবিক রাখতে ও ইনফেকশন যাতে না হয় সেই জন্য ইহা ১০-৫০ বছর বয়সী মহিলাদের ব্যবহার করা জরুরী। ভালোভাবে হাত পরিষ্কার করে কিছু ফোটা ইন্টিমেট ওয়াশ হাতে নিয়ে গোপনাঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে; তার দেড় মিনিট পর অবশ্যই ভালোভাবে ধুয়ে মুছে ফেলতে হবে। বডি ওয়াশ বা শাওয়ার জেল কখনই ইন্টিমেট জায়গায় ব্যবহার করতে নেই, এতে ক্যান্সার হবার প্রবণতা থাকে। নিজেকে সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File