New Broadcasting Bill । সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পোস্ট করলেই 'নজরদারি' চালাবে কেন্দ্র!নতুন ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল কী বলছে?
Tuesday, August 6 2024, 2:21 pm
Key Highlights২০২৪ এর নতুন ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিলকে ঘিরে বর্তমানে বাড়ছে উদ্বেগ এবং জটিলতা।
২০২৪ এর নতুন ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিলকে ঘিরে বর্তমানে বাড়ছে উদ্বেগ এবং জটিলতা। কারণ এই নতুন বিল অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পোস্ট করা হলে সেটা এবার থেকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনও খবর বা সাম্প্রতিক কালের কোনও তথ্য পোস্ট করেন তাহলে তিনি এই বিলের আওতায় চলে আসবেন। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে খবর পোস্ট করলেই নজরদারি চালানো হবে তাতে। বাদ যাবে না OTT প্ল্যাটফর্মগুলোও।
- Related topics -
- দেশ
- ভারত
- সোশ্যাল মিডিয়া
- কেন্দ্রীয় সরকার

