Operation Sindoor | 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে পাকিস্তানকে জবাব দিলো ভারত, কী বলছে আমেরিকা-চিন-আরব-ইজ়রায়েল?

পহেলগাঁও হামলার জবাব 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে দিলো ভারত। এরপরই বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে।
পহেলগাঁও হামলার জবাব 'অপারেশন সিঁদুরে'র মাধ্যমে দিলো ভারত। এরপরই বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আশা করছি খুব শীঘ্রএই সংঘাত শেষ হবে।’ সংঘাত থেকে বিরত থাকার বার্তা দিয়েছে UN। 'অপারেশন সিঁদুর' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিন ও সংযুক্ত আরব আমিরশাহি। তবে পাকিস্তানে হামলা নিয়ে সরাসরি ভারতকে সমর্থন করে ভারতে থাকা ইজ়রায়েলের রাষ্ট্রদূত বলেছেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইজ়রায়েল। জঙ্গিদের জানা উচিত নিরীহ মানুষকে মেরে তাদের লুকিয়ে থাকার কোনও জায়গা নেই।’