শিক্ষা ব্যবস্থারাজ্যে মহড়া পরীক্ষার প্রশ্নপত্রে সরকারি পোস্টার! সৃষ্টি হয়েছে জোরদার বিতর্ক
বিভিন্ন রাজ্যের শিক্ষার মান যাচাই করতে কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে সমীক্ষার জন্য ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষা নেয়। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের শিক্ষা দফতর যে-‘মক টেস্ট’ বা মহড়া পরীক্ষার ব্যবস্থা করেছে, তাতেও ‘কন্যাশ্রী’ ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’ বা ছাত্রঋণের মতো সরকারি প্রকল্প নিয়ে নানান প্রশ্ন! মক টেস্ট’ এর সময় অনলাইনে পর্দায় ফুটে উঠবে ওই সব প্রকল্পের পোস্টার । পর্দায় আসা সেই সব পোস্টারে উল্লিখিত তথ্য পড়ে পড়ুয়াদের উত্তর লিখতে হবে । প্রশ্নপত্রে কেন সরকারি পোস্টার এবং কেনই বা তার ভিত্তিতে ছাত্রছাত্রীদের উত্তর লিখতে হবে, সেই নিয়ে নানা প্রশ্ন উঠেছে এছাড়াও পুরো বিষয়টি নিয়ে জোরদার বিতর্কের সৃষ্টি হয়েছে।