Weather Update | কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে ঝড়-বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! সতর্কতা জারি করলো হাওয়া অফিস!
Tuesday, June 24 2025, 11:22 am
Key Highlightsআগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর।
আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও। চলতি সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

