Weather Update | আরব সাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ! আন্দামানে ঢুকলো বর্ষা! বাংলায় হবে ঝড়-বৃষ্টি?

দিকে ২২ মে নাগাদ আরব সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। যার ফলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে।
চলেই এলো বর্ষাকাল। হাওয়া অফিস জানালো, গোটা আন্দামানেই ঢুকে পড়েছে বর্ষা। আগেভাগে বর্ষা আসছে কেরলেও। এদিকে ২২ মে নাগাদ আরব সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। যার ফলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের দাপট থাকবে। কিন্তু বিকেল গড়ালেই আবহাওয়া বদলাবে। এই বৃষ্টির জেরেই দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।