আবহাওয়ারাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর
রাজ্যের বিভিন্ন এলাকায় সোমবার বিকেল বা সন্ধের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যার পর থেকেই আবহাওয়ার খানিকটা বদল ঘটেছে। ঝোড়ো হাওয়ার জেরে প্যাচপ্যাচে গরমের জ্বালা খানিকটা জুড়িয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৩৯ শতাংশ।