Weather Update | তাপপ্রবাহে স্বস্তির খবর! ৩০-৫০ কিমি ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! কমবে ২-৩ ডিগ্রি তাপমাত্রাও!

আজ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়।
প্রচন্ড গরমে কিছুটা স্বস্তি পেতে চলেছেন বঙ্গবাসী। আজ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এমনকি রবিবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।