আবহাওয়া

Weather WB | অষ্টমী থেকেই ফের হাওয়া বদল! বঙ্গোপাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ!

Weather WB | অষ্টমী থেকেই ফের হাওয়া বদল! বঙ্গোপাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ!
Key Highlights

নবমীর দিনে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

দুর্গা পুজোয় মেতে গোটা পশ্চিমবঙ্গ, কিন্তু পুজোর মজায় বাঁধা দিতে নবমীর দিনে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে নবমীর রাত থেকেই হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমীর বেলা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে।নবমীতে সকালের দিকে ঝলমলে আবহাওয়া থাকলেও রাতের দিক থেকে হাওয়া বদল হবে। মেঘলা থাকবে আকাশ। দশমীতে ও একাদশীতে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।