আবহাওয়াটানা বৃষ্টির শেষে ভ্যাপসা গরম শহরে, স্বাভাবিকের চেয়ে বাড়ল তাপমাত্রা
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পর দেখা মিললো নীল আকাশের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃহস্পতিবার থেকেই কমেছে বৃষ্টি৷ আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে কিছুটা কমবে তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৫১ শতাংশ।