Weather Update | একদিকে নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা! সপ্তাহ জুড়ে রাজ্যে ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনা!
Tuesday, July 1 2025, 12:58 pm
Key Highlightsএকদিকে নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
একদিকে নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা সপ্তাহেই আকাশ মেঘলা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার রাত থেকে ফের বদলাবে হাওয়া। শুক্রবার থেকে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত। সেদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

