Cyclone WIPHA | চিন-ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার প্রভাবে দুর্যোগ রাজ্যে! কতদিন চলবে বৃষ্টির দাপট?
Friday, July 25 2025, 3:01 pm

বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর তার জেরে প্রবল দুর্যোগের পূর্বাভাস বাংলায়।
বৃহস্পতিবার রাত থেকেই রাজ্যজুড়ে চিন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার (storm wipha) প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর তার জেরে প্রবল দুর্যোগের পূর্বাভাস বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত ১০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি। কিন্তু সেটি দক্ষিণবঙ্গের ওপর দিয়েই যাবে। ফলে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই সোমবার জারি করা হয়েছে লাল সতর্কতা, তার আগে পর্যন্ত একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- ঘূর্ণিঝড়