আবহাওয়াবৃষ্টির দোসর তীব্র গরম! কলকাতা সহ বিভিন্ন জেলার বাড়তে পারে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের
ক্রমাগত বৃষ্টির জেরে কলকাতাসহ নানান জায়গা জলমগ্ন। শহরের আকাশও মেঘাছন্ন। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানাল, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। এই সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা বাড়তে পারে বলে বরং আবহাওয়া দফতরের পূর্বাভাস। জানা যাচ্ছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই এই পরিস্থিতির বদল হতে পারে।