আবহাওয়াবিক্ষিপ্ত বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, টানা বর্ষণের জেরে একাধিক এলাকা হয়ে উঠবে জলমগ্ন
ফের এক টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতার নীচু এলাকাগুলি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টিপাতের পরিমান কমবে। গভীর নিম্নচাপের তীব্রতা কমে নিম্নচাপে পরিণত হবে বলেই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ এইমুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থান করছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের দু'একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।