পরিবহনসত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র ফুটে উঠেছে শহরের দেওয়ালে, ‘পথশিল্প’ দিয়ে সাজাচ্ছে পরিবহণ নিগম
পরিবহণ নিগমের উদ্যোগে ‘পথশিল্পে’র প্রদর্শনী ফুটে উঠেছে শহরের দেওয়ালে দেওয়ালে। সত্যজিৎ রায়ের শতবর্ষ পালনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এরূপ অভিনব উদ্যোগ নিল। ‘স্ট্রিট আর্ট’ বা 'পথশিল্প'-কে ব্যবহার করে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বাস ডিপোর দেওয়াল সেজে উঠেছে সত্যজিৎ-প্রতিকৃতি বা তাঁর সৃষ্টির অনুষঙ্গে। জানা যাচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বিভিন্ন বাস ডিপোর দেওয়ালে এই ধরনের শিল্পকলা দেখা যাবে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েও একটি দেওয়ালচিত্র আঁকা হয়েছে।