রাজ্য

Holiday | 'করম পরব' উপলক্ষে ছুটি ঘোষণা নবান্নের, সেপ্টেম্বরে আরও একদিন ছুটি বাড়লো সরকারি কর্মচারীদের

Holiday | 'করম পরব' উপলক্ষে ছুটি ঘোষণা নবান্নের, সেপ্টেম্বরে আরও একদিন ছুটি বাড়লো সরকারি কর্মচারীদের
Key Highlights

সেপ্টেম্বরে আরও একদিন ছুটি বাড়ল রাজ্য সরকার ও সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে সুখবর। সেপ্টেম্বরে এবার দুর্গাপুজো উপলক্ষে টানা ছুটি পাচ্ছেন সরকার ও সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। এ দিন রাজ্যের অর্থ দপ্তর নোটিস দিয়ে জানিয়ে দিল, ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মীরা। ঐদিন সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান, পুরসভা, সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকবে। ছুটি থাকবে চা বাগানের আদিবাসী সম্প্রদায়ের কর্মীদেরও। শুধুমাত্র কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর অফিস খোলা থাকবে।