সুখবর! করোনা আবহে রাজ্যে এল আরও লক্ষাধিক কোভিশিল্ড টিকা

Monday, May 31 2021, 4:21 am
সুখবর! করোনা আবহে রাজ্যে এল আরও লক্ষাধিক কোভিশিল্ড টিকা
highlightKey Highlights

গোটা দেশজুড়ে বর্তমানে করোনা আবহে আতঙ্কিত সবাই। সেখানে পশ্চিমবঙ্গে ক্রমে দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও, মৃত্যু মিছিল লেগেই রয়েছে। তাই রাজ্যবাসীর মধ্যে করোনা টিকার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে করোনা টিকা 'কোভিশিল্ড' কিনছে রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রাজ্যে ২ লক্ষ ৬৮ হাজার ৪১০ টি কোভিশিল্ড টিকা এসে পৌঁছেছে। স্বাস্থ্য দফতরের মতানুযায়ী, প্রস্তুতকারক সংস্থা থেকে যত দ্রুত টিকা মিলবে, তত দ্রুত টিকাকরণও শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File