Storm WIPHA | ঘূর্ণাবর্ত তৈরি করবে চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফা! আজ রাত থেকেই বদলাবে আবহাওয়ার রূপ!

রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
আজ, বুধবার রাত থেকেই বদলাতে চলেছে আবহাওয়া। রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জেলায়। আবহাওয়া দফতর বলছে, চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার (WIPHA) অংশ এসে বুধবারই ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।