দমদম

প্যান্ডেল-সজ্জায় ব্যাবহৃত হয়েছে জুতো, ‘ধর্মবিশ্বাসে আঘাত’ হানার অপরাধে দমদমের পুজো কমিটিকে আইনি নোটিশ

প্যান্ডেল-সজ্জায় ব্যাবহৃত হয়েছে জুতো, ‘ধর্মবিশ্বাসে আঘাত’ হানার অপরাধে দমদমের পুজো কমিটিকে আইনি নোটিশ
Key Highlights

‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ হানা হয়েছে এমনকি অভিযোগ উঠলো দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির বিরুদ্ধে । তাদের এবছরের পুজোর থিমে ব্যাবহৃত হয়েছে অসংখ্য জুতো, এর জেরেই এরূপ অভিযোগ ওঠে ওই পুজো কমিটির বিরুদ্ধে। জানা যাচ্ছে গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের ছবি তুলে ধরতেই ভারতচক্র পুজো কমিটি প্যান্ডেল- সজ্জায় হাওয়াই চটি ব্যবহার করেছে। ভারতচক্র পুজো কমিটির যুগ্ম সম্পাদক শৈবাল বোস এ প্রসঙ্গে বলেছেন, ‘‘ চটি এখানে একটি প্রতীকী বিষয়। প্যান্ডেলে প্রবেশের রাস্তাটিকে আমরা ওই ভাবে সাজিয়েছি ভিতরে কোথাও চটি নেই। গত ২১ বছর ধরে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করছি। কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।’’