West Bengal Police | রাজ্যের নয়া ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে, মহানগরের নয়া নগরপাল আইপিএস সুপ্রতিম সরকার
Saturday, January 31 2026, 4:06 am

Key Highlightsবিদায় বেলায় নয়া ডিজির নাম প্রকাশ করল রাজ্য সরকার। রাজ্যের নয়া ভারপ্রাপ্ত ডিজির পদে বসানো হল পীযূষ পান্ডেকে।
ভারপ্রাপ্ত হিসাবে নিজের কর্মজীবন শেষ রাজীব কুমারের। আগামিকাল, শনিবার তিনি অবসর নিয়েছেন। রাজ্যের নয়া ভারপ্রাপ্ত ডিজির পদে বসানো হয়েছে পীযূষ পান্ডেকে। বর্তমানে তিনি মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে রয়েছেন। সেই পদে এবার বসছেন নগরপাল মনোজ ভর্মা। নগরপালের দায়িত্ব গ্রহণ করছেন আইপিএস সুপ্রতিম সরকার। এডিজি আইনশৃঙ্খলা পদ পেলেন প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল। এডিজি আইনশৃঙ্খলা পদে কর্তব্যরত জাভেদ শামিম পেলেন এডিজি এসটিএফ এর পদ। দমকলের ডিজি পদের দায়িত্ব পেলেন অনুজ শর্মা।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- দক্ষিণ কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- কলকাতা কর্পোরেশন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল
- পুলিশ প্রশাসন
- ডিজিসি
- নগরপাল


