Nepal-WB Police | নেপালের আটক ভারতীদের সাহায্যের জন্যে একাধিক হেল্পলাইন নম্বর চালু রাজ্য পুলিশের

Thursday, September 11 2025, 2:28 am
highlightKey Highlights

নেপালে আটকে পড়া এই রাজ্যের বাসিন্দারা চাইলে দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারবেন। তাঁদের সাহায্য করার জন্যই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।


বিক্ষোভের আগুনে অগ্নিগর্ভ নেপাল। একাধিক ভারতীয় আটক পড়েছে সেদেশে। স্বদেশে ফেরার আশায় কাঠমান্ডু এয়ারপোর্টে অপেক্ষা করছেন অন্তত ৪০০জন পর্যটক। এবার নেপালে থাকা ভারতীয়দের সাহায্য করতে হেল্পলাইন চালু করলো পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশ জানিয়েছে, +৯১-৪৭৮৮৯০৭৮ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি, যাঁরা সেখানে আটকে আছেন বা তাঁদের পরিচিত ব্যক্তিরা ০৩৫৪-২২৫২০৫৭ ফোন করেও সাহায্য চাইতে পারবেন। নেপালের ইন্ডিয়ান এমব্যাসি চালু করেছে +৯৭৭-৯৮০৮৬০২৮৮১ এবং +৯৭৭-৯৮১০৩২৬১৩৪ এই দুটি নম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File