করোনা সংক্রমনের জেরে হাওড়া শহরকে ভাগ করা হল মাইক্রো কনটেনমেন্টে, ৩ দিন বন্ধ থাকবে বাজার
Saturday, July 3 2021, 2:54 pm
Key Highlightsকরোনা সংক্রমণ বৃদ্ধির জেরে বড় সিদ্ধান্ত নেওয়া হল হাওড়ার জেলা প্রশাসনের তরফে। কোভিডের শৃঙ্খল ভাঙতে আগামী তিন দিন হাওড়ার ডোমজুড়, মাকড়দহ, ঘুসুড়ির নস্করপাড়া, সাঁকরাইলের চাঁপাতলা, রাজগঞ্জ এবং আন্দুল এলাকার সমস্ত বাজার-দোকান বন্ধ রাখা হবে। করোনা রুখতে বিধিনিষেধের উপরে আরও জোর দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত বাজার-দোকান। ইতিমধ্যেই হাওড়া পুলিশ এলাকায় মাইকিং শুরু করেছে, কেবল সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে।
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- লকডাউন
- হাওড়া জেলা পুলিশ

