দেশতৃণমূলের ওয়েবসাইট থেকে 'মা' উড়ালপুলের ছবি ‘চুরি’ করে তা ব্যবহার করা হয় যোগী রাজ্যের বিজ্ঞাপনে
কলকাতার 'মা' উড়ালপুলের ছবি ব্যবহার করা হলো উত্তরপ্রদেশের রূপান্তরের ছবি হিসেবে, তা নিয়ে ইতিমধ্যেই তর্ক বিতর্কও জমে উঠেছে নেটমাধ্যমে। কেউ ছবির উৎস সন্ধানে মগ্ন তো কেউ আবার করছেন কটাক্ষ। তেমনই একটি পোস্টে দু'টি ছবিকেই পাশাপাশি রেখে এক নেটাগরিক তুলনা করেছেন। সেই পোস্টটিতে দাবি করা হয়েছে, তৃণমূলের ওয়েবসাইট থেকেই ‘চুরি’ করা হয়েছে 'মা' উড়ালপুলের ছবি। যা একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশ পেয়েছে 'উত্তরপ্রদেশের উন্নয়নের ছবি' হিসেবে।