দুই পক্ষের বৈঠকের পরেও অচলাবস্থা কাটল না আর জি কর হাসপাতালের
Thursday, December 21 2023, 2:33 pm

আদালতের নির্দেশ মতো রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে বসলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকদের প্রতিনিধিরা। কিন্তু শুক্রবার আয়োজিত সেই বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র বেরোয়নি বলেই আন্দোলনকারীদের দাবি। তাঁদের কথায়, ‘‘মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই আমরাও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছি।’’ যা থেকে স্পষ্ট যে, গত কয়েক মাস ধরে আর জি কর হাসপাতালে বিভিন্ন দাবি নিয়ে যে আন্দোলন চলছে, তা চলবে।
- Related topics -
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- কোলকাতা
- স্বাস্থ্য সচিব
- রাজ্য