পুজোর আগেই সফর শুরু সস্তায় এসি কোচের, টিকিট মিলবে এখনই ঘোষণা করলো রেল
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsনতুন শ্রেণি সংযোজিত হচ্ছে ভারতীয় রেলে যার নাম দেওয়া হয়েছে ‘এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাস’। আপাতত এই পরিষেবা শুরু হচ্ছে একটি ট্রেন দিয়ে। দিনে যা পরবর্তীকালে ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল।ইতিমধ্যে গত শনিবার থেকে এই শ্রেণির টিকিট বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে রেল। আপাতত বিভিন্ন জোনে ৫০টি এমন বগি যুক্ত করা হয়েছে রেলের। শীতাতপ নিয়ন্ত্রিত থ্রি টিয়ার শ্রেণির তুলনায় এর ভাড়া প্রায় ৮ শতাংশ কম বলে জানিয়েছে রেল।
- Related topics -
- ভারতীয় রেল
- এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাস
- পরিবহন
- রাজ্য

