West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!

Tuesday, September 16 2025, 5:54 pm
West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।


পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন দেওয়া ঘোষণা করলো নবান্ন। আজ মঙ্গলবার অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন, আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে বলে। একই সঙ্গে গ্রান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারারিয়ামও সেদিন দেওয়া হবে। পেনশন মিলবে আগামী ১লা অক্টোবর। আগামী ২৬ সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তাঁর আগেই কর্মীদের বেতন দিয়ে দিচ্ছে রাজ্য সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File