রাজ্যরাজভবনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ - বিকেল ৫টার মধ্যে রিপোর্ট তলব রাজ্যপালের
গতকাল অর্থাৎ ১৮ই মে, রাজভবনের সামনে হঠাৎই এক পাল ভেড়া তান্ডব চালায়। অন্যদিকে সোমবার অর্থাৎ ১৭ই মে, নিজাম প্যালেসে রাজ্যের ৪ হেভিওয়েট নেতাকে সিবিআই গ্রেফতার ঘটনায় রাজভবনের সামনে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজ্যপাল জগদীপ ধনখর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘটনাগুলির ভিডিও ট্যুইট করে রাজ্যের পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণ জানতে চেয়েছেন। পাশাপাশি পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছেন, বুধবার বিকেল ৫টার মধ্যে রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনার রিপোর্ট জমা দিতে।