Bridge Collapsed | গুজরাটে সেতু দুর্ঘটনায় থেকে শিক্ষা, রাজ্যের সমস্ত সেতুর ‘স্বাস্থ্য পরীক্ষা’ করার নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের!
Friday, July 11 2025, 8:21 am

গুজরাটের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের সমস্ত সেতুর ‘স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।
বেড়ে চলেছে গুজরাটের ভদোদরায় সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের সমস্ত সেতুর ‘স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই প্রতিটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের কাছে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্যের যেসব সেতু দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে বা যেগুলিতে ভারী যানবাহনের চলাচল বেশি, সেগুলির ওপর প্রথমে নজর দেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- গুজরাট
- পথদুর্ঘটনা
- রাজ্য সরকার