Education System | বেসরকারি স্কুলগুলিতে সার্বিকভাবে বাংলা ভাষা পড়ানো ও শেখানোর জন্য উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

Tuesday, October 8 2024, 5:23 am
highlightKey Highlights

আবারও বেসরকারি স্কুলগুলিতে যাতে সার্বিকভাবে বাংলা ভাষা পড়ানো এবং শেখানো হয়, সেই বিষয়ে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।


সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। তবে খোদ পশ্চিমবঙ্গেই যেন হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার শিক্ষা। ফলে আবারও বেসরকারি স্কুলগুলিতে যাতে সার্বিকভাবে বাংলা ভাষা পড়ানো এবং শেখানো হয়, সেই বিষয়ে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনার মাধ্যমেই বেসরকারি স্কুলগুলিতে বাংলা পড়ানো ফিরিয়ে আনতে চাইছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে, বাংলা মাধ্যমে যে স্কুলগুলিতে আজও বাচ্চাদের পড়ানো হয়, সেগুলির পরিকাঠামো আরও উন্নত করার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে দাবি করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File