'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পলক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম আরও সরল করল রাজ্য, নবান্ন সূত্রে জারি করা হয়েছে নির্দেশিকা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নথি সংক্রান্ত নিয়মে বেশ কিছু সরলীকরণ করল রাজ্য। স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলেই লক্ষ্মীর ভাণ্ডার-এর জন্য নাম অনুমোদন করতে হবে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জেলা গুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। শুক্রবারে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। নতুন এই নির্দেশিকা জারির ফলে অসম্পূর্ণ আবেদন পত্র নিয়ে জটিলতা অনেকটাই কাটবে বলেই মনে করছে নবান্নের শীর্ষ মহল।