WB Govt Employee | যুদ্ধের আবহে সরকারি কর্মীদের ছুটি বাতিল করলো পশ্চিমবঙ্গ সরকার! বিজ্ঞপ্তি জারি নবান্নর!

Thursday, May 8 2025, 12:05 pm
highlightKey Highlights

ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। এই আবহে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করলো পশ্চিমবঙ্গ সরকার।


ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। এই আবহে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করলো পশ্চিমবঙ্গ সরকার। নবান্নর তরফ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলতে পারে, তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এছাড়াও আপাতত নিজের এলাকাও ছাড়া যাবে না সরকারি কর্মীদের। যার যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে যারা বর্তমানে অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File