BGBS 2025 | ৪.৪ লাখ কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি পেল বাংলা! বিনিয়োগের প্রস্তাবে রেকর্ড গড়লো অষ্টম BGBS
Thursday, February 6 2025, 11:54 am

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা জানান, ২০২৫ এর BGBSএ ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
অষ্টম BGBSএ এলো সর্বোচ্চ বিনিয়োগের প্রস্তাব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা জানান, ২০২৫ এর BGBSএ ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর আগে সপ্তম BGBSএ সর্বোচ্চ ৩.৭৬ লাখ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছিল। মমতা জানিয়েছেন, এবার দেশ বিদেশের মোট ৫,০০০ জন বিনিয়োগকারী ও প্রতিনিধি আসেন। ২১২টি মউ এবং আগ্রহপত্র স্বাক্ষর করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জিন্দল গোষ্ঠীর মতো সংস্থা বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অশোকনগরের তৈল উত্তোলনের প্রকল্প।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- শিল্প সম্মেলন
- শিল্পপতি
- শিল্প