Buddhadev Bhattacharya । শেষ হলো বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়! প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে জীবনাবসান হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে জীবনাবসান হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেবের প্রয়াণের সঙ্গে শেষ হল বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। একাধিকবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কখনও নিউমোনিয়া তো কখনও আবাক করোনাভাইরাস। দেওয়া হয়েছিল ভেন্টিলেশনেও। কিন্তু, অফুরন্ত মনের জোরে তিনি বারবার ফিরে এসেছিলেন। কিন্তু, এবার থামলো লড়াই। মহীরুহ পতনে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বুদ্ধদেব ভট্টাচার্য
- রাজ্য
- পশ্চিমবঙ্গ