রাজ্যহ্যাটট্রিক! বুধবার শপথগ্রহণ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়; করোনা কাটলে হবে ব্রিগেডে সেলিব্রেশন

Key Highlightsবিধানসভা নির্বাচন ২০২১: ২রা মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পরের দিন অর্থাৎ আজ ৩রা মে, ২০২১ বিকেলে তৃণমূল সুপ্রিমো, তৃণমূল ভবনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৫ই মে, বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ৬ই মে, বৃহস্পতিবার প্রোটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথপাঠ করবেন। এবিষয়ে মমতা বলেছেন, করোনা স্বাভাবিক হলে দেশের সকল মন্ত্রীদের আমন্ত্রণ করে ব্রিগেডে সেলিব্রেশন হবে।