পরিবহনলোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর, বড় উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ
স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য আর অপেক্ষা করতে হবে না যাত্রীদের। এবার বাড়িতে বসেই জানা যাবে কোন ট্রেন কতটা লেটে চলছে আর আপনার ট্রেন স্টেশনে কখন কোন প্লাটফর্মে আসবে। যদিও এরূপ ‘হোয়ার ইজ ইওর ট্রেন’ নামে একটি অ্যাপ অনেকদিন আগে থেকেই ছিল তবে তাতে সব সময় সঠিক তথ্য পাওয়া যেত না, এবং এটি রেলের কোনো নিজস্ব অ্যাপও নয়। এ বার লোকাল ট্রেনের যাত্রীদের সঠিক তথ্য দিতে নিজস্ব অ্যাপ তৈরি করেছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। ‘শিয়ালদহ সাবার্বান ট্র্যাকিং সিস্টেম’ নামের একটি অ্যাপ ইতিমধ্যেই চালু হয়েছে।