রাজ্য

College Admission | অবশেষে চালু হলো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল! কবে থেকে আবেদন করতে পারবে পড়ুয়ারা?

College Admission | অবশেষে চালু হলো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল! কবে থেকে আবেদন করতে পারবে পড়ুয়ারা?
Key Highlights

কাটলো ওবিসি সংক্রান্ত জট, চালু হলো কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল।

কাটলো ওবিসি সংক্রান্ত জট, চালু হলো কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০ কলেজে অনলাইনে ভর্তি হওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে। আবেদন করা যাবে ১৮ জুন, বুধবার সকাল ১০টা থেকে। পোর্টালে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ইউজ়ার আইডি ও পাসওয়ার্ড মিলবে, তার ভিত্তিতে আবেদন করা যাবে। জানা গিয়েছে, সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। প্রথম ফেজ়ের আবেদনের সময়সীমা শেষ ১ জুলাই। মেধা তালিকায় নাম উঠলে টাকা দিয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।