হড়পা বানের জেরে মালবাজারে বলি হয়েছিল ৮ প্রাণ, স্বজনহারা পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Monday, October 17 2022, 6:07 pm
highlightKey Highlights

বিজয়া দশমীর দিন মালবাজারে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে ভেসে যাওয়া মৃত ৮ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


দুর্গাপুজোর বিসর্জনে হড়পা বানে ভেসে মালবাজারে মৃত্যু হয়েছিল ৮ জনের। সোমবার উত্তরবঙ্গ সফরে বেরিয়ে প্রথমেই মালবাজারের ঘটনায় মৃতদের বাড়িতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। 

দূর্গাপূজোর প্রতিমা বিসর্জনের দিন সরকার বাণে স্বজনহারাদের পাশে থাকবে রাজ্য সরকার, আশস্ত করলেন মুখ্যমন্ত্রী

মালবাজারের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েই মালবাজারে ছোটেন। মালবাজারের মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে যাঁরা মারা গিয়েছিলেন তাঁদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের খোঁজ খবর নেন। তাঁদের সমবেদনা জানান। জানান আর্থিক সাহায্য হিসেবে সরকার দু-লক্ষ টাকা তাঁদের দিতে চায়। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবে সরকার।

বিশেষ হেলিকপ্টারে জলপাইগুড়িতে নামার পর সড়কপথে মালবাজারে যান মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যান তপন অধিকারীর বাড়ি, তারপর একে একে সৌম্যদীপ অধিকারী, আশিস রাহা, শুভাশিস রাহাদের বাড়িতে যান। তাঁদের সবাইকে আর্থিক সাহাযের পাশাপাশি পাশের থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী এক বাড়িতে চা পান করেন।

সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, যাঁরা চলে গিয়েছেন, তাঁদের তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। কিন্তু তাঁরা যে অসহায় না ভাবেন নিজেদের। সরকার তাঁদের পাশে থাকবে। সেই বার্তা পৌঁছে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যান মালবাজারে। তিনি মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক সভাও করবেন। সেখানে নিহত পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File