বিধানসভা নির্বাচন

অশান্তির আশঙ্কা তৈরি হলে প্রয়োজনে নন্দীগ্রামে জারি হতে পারে ১৪৪ ধারা, ভাবনা কমিশনের

অশান্তির আশঙ্কা তৈরি হলে প্রয়োজনে নন্দীগ্রামে জারি হতে পারে ১৪৪ ধারা, ভাবনা কমিশনের
Key Highlights

রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। আগামী বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে বেশি নজরদারি কমিশনের। নন্দীগ্রামের মোট ৩৫৫টি বুথের ৭৫% বুথ ওয়েবকাস্টিংয়ের আওতায় থাকবে। সেই ভিডিয়ো ফুটেজ সরাসরি সেক্টর, জেলা নির্বাচনী আধিকারিক, সিইও দফতরের অফিসারেরা এবং নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। টেলিফোন সংস্থাগুলিকে বুধবার সকাল ৬ টা থেকে ২ এপ্রিল সন্ধ্যা ৭ টা পর্যন্ত নেটওয়ার্ক ঠিক রাখতে বলা হয়েছে। পাশাপাশি কোনোরকম অশান্তির আশঙ্কা তৈরি হলে প্রয়োজনে নির্বাচন কমিশন ১৪৪ ধারা জারি করতে পারে।