মুক্তি পেল সত্যজিৎ রায়ের ৪টি ছোটগল্প অবলম্বনে তৈরী ওয়েব সিরি‌জ ‘রে’-এর ট্রেলার

Wednesday, June 16 2021, 2:49 pm
মুক্তি পেল সত্যজিৎ রায়ের ৪টি ছোটগল্প অবলম্বনে তৈরী ওয়েব সিরি‌জ ‘রে’-এর ট্রেলার
highlightKey Highlights

অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেল সত্যজিৎ রায়ের ৪টি ছোটগল্প নিয়ে তৈরি অ্যান্থ্রোলজি সিরি‌জ ‘রে’এর ট্রেলার। এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্যায় এবং ভাষাণ বালা। প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের বর্ণনা করা হয়েছে এই ওয়েব সিরিজটিতে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস এবং অন্যান্যরা। এই ছবিটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File