Weather Update | আপাতত দক্ষিণবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বর্ষণের সতর্কতা জারি উত্তরবঙ্গের পাঁচ জেলায়!

Monday, August 4 2025, 11:17 am
highlightKey Highlights

বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।


আপাতত ভারী বৃষ্টিপাত থেকে রেহাই দক্ষিণবঙ্গবাসীদের। আবহওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File