Weather WB | ডিসেম্বরেও পড়বে না জাঁকিয়ে শীত, বছর শেষেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস!
Monday, December 1 2025, 3:28 pm
Key Highlightsমঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে পারদ নামলেও। আবহাওয়া দফতর জানালো, এ রাজ্যে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশা নেই।
নভেম্বরে কয়েকদিন পারদ নামলেও, ঘূর্ণিঝড় কাটতেই উধাও শীত। মনে করা হয়েছিল ডিসেম্বর থেকে ঠান্ডায় হার কাঁপবে। মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে পারদ নামলেও। আবহাওয়া দফতর জানালো, এ রাজ্যে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশা নেই। রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। এমনকি বছরের শেষ মাসেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উইকন্ডের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে।

