আবহাওয়াবঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আগামী রবিবার থেকে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার, আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরির। শনিবার তৈরি হতে পারে এই নিম্নচাপ। এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় পরিণত হবে গভীর নিম্নচাপে। জানা যাচ্ছে এই নিম্নচাপ বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে।