আবহাওয়া

রবিবার সকাল থেকেই শীত বেপাত্তা শহরে, পারদ চড়ছে জেলাতেও

রবিবার সকাল থেকেই শীত বেপাত্তা শহরে, পারদ চড়ছে জেলাতেও
Key Highlights

পৌষ শেষ হয়নি এর আগেই উধাও শীত। বরং পাহাড় থেকে সমতল, সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর তেমন দেখা না গেলেও, সরস্বতী পুজোর আগে তাপমাত্রা খানিকটা হলে নামতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তবে গঙ্গাসাগর মেলায় প্রতিবছর যে শীতের আমেজ থাকে, এ বারে তা আর পাওয়ার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। শুধু শহর কলকাতাই নয়, আসানসোল (২৬ ডিগ্রি), দুর্গাপুর (২৫ ডিগ্রি), হাওড়া (২৪ ডিগ্রি), শিলিগুড়ি (২২ ডিগ্রি)-তেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী।