Weather Update | জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়, মঙ্গল-বুধ-বৃহস্পতি ভাসবে বঙ্গ

Friday, October 24 2025, 3:39 pm
highlightKey Highlights

বুধবার রাজ্যের ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


আগামী সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গে। হাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সকালে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। মঙ্গল-বুধ-বৃহস্পতি একাধিক জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার রাজ্যের ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে তাঁদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File