ঘূর্ণিঝড়ের শঙ্কা ফের বাড়ছে, পুজোর মজা মাটি করতে বাংলায় চোখ রাঙাচ্ছে নিম্নচাপ
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlights পশ্চিমবঙ্গের দিকে ফের ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। সেই আশঙ্কাই তৈরি হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী বায়ু। পরপর বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা নিম্নচাপই মৌসুমি বায়ুকে সক্রিয় করে রেখেছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের প্রভাবে আগামী ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।