রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

আবহাওয়া৮ এপ্রিল ২০২১
শুষ্ক গরমে নাজেহার, বৃহস্পতিবার স্বস্তি ফেরাবে বৃষ্টি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু বৃষ্টিপাত নয়, ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ও। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিকেলের দিকে হবে বৃষ্টিপাত। এদিকে বৃষ্টিপাত সামান্য স্বস্তি ফেরালেও অস্বস্তি বজায় রাখবে শুষ্ক আবহাওয়া। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি
সূত্র:Eisamay
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।