আবহাওয়াশীতের আমেজ বঙ্গে! আরও নামল তাপমাত্রার পারদ, অন্যদিকে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটিও
শীতের আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এখনও জাঁকিয়ে শীত পড়তে সময় লাগবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া। তবে এইমুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে।