আবহাওয়া

বজ্র বিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা

বজ্র বিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা
Key Highlights

স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা। সোমবার সকালেই আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন ছিল মহানগরীর আকাশ। বিকেল ৪:১০ থেকেই বৃষ্টি শুরু হয় শহরের বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা এবং সুন্দরবনের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর ০.১ mm বৃষ্টিপাত হয়েছে এদিন। উল্লেখ্য, রবিবার মরশুমের প্রথম কালবৈশাখী আছড়ে পড়েছিল কলকাতায়। যার জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বঙ্গবাসী।