আবহাওয়া

শীতের শুরুতেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হল! জানুন কেমন থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

শীতের শুরুতেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হল! জানুন কেমন থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
Key Highlights

রাজ্যের আবহাওয়া আপাতত শুকনো এবং পরিষ্কার থাকবে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যে।

বাংলায় উত্তর এবং পশ্চিমী বাতাস ঢুকছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও বাতাসে শীতের আমেজ বজায় থাকবে। তুলনামূলকভাবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে। আগামী ২৮শে নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার একইরকম থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গে কেমন বিরাজ করছে শীতের আমেজ, জানুন কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ২৮শে নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৫ দিন উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরবসাগর এবং সংলগ্ন কেরল উপকূলের ওপরে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কেরল, উপকূল ও দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে।


Kolkata Metro | ঈদের দিন বন্ধ থাকবে একগুচ্ছ মেট্রো, কোন রুটে কেমন থাকবে পরিষেবা? দেখে নিন একনজরে
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
স্বামী বিবেকানন্দের ১০টি অমোঘ বাণী, যা জীবনে সঠিক পথে চলার শক্তি জোগায়
বিজেপি কর্মীর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, দলের অভিযোগ মৃত্যুর পিছনে হাত রয়েছে তৃণমূলের